যশোরে পাঁচলাখ টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় প্রতারক গ্রেফতার

jessore atok map

প্রধান ডাক ঘরের কম্পাউন্ড এলাকা থেকে কৌশলে একজন গ্রাহকের কাছ থেকে ৫লাখ টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় স্থানীয় জনগন আলমগীর কাজী নামে এক টানাবাজকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। সে ঝালকাঠি জেলার নলসিটি থানার ক্ষিরাকাঠি (কাজীপাড়া) এলাকার বর্তমানে যশোর শহরের বকচর (র‌্যাব অফিসের পিছনে হারুনের বাড়ির ভাড়াটিয়া) মৃত মোজাহার কাজীর ছেলে। এ ঘটনায় বুধবার ২২ বিকেলে কোতয়ালি থানায় শহরের বারান্দীপাড়া (ঢাকা রোড) এলাকার মৃত সইদুর রহমান টুকুর ছেলে আরাফাত আকাশ।

মামলায় বাদি উল্লেখ করেন,তার মাতা দিনা রহমানের নামে যশোর প্রধান ডাক ঘরে পাঁচ বছর মেয়াদী পাঁচলক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করি। পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের মেয়াদ শেষ হওয়ায় বুধবার ২২ মার্চ সকাল সাড়ে ১০ টায় বাদিসহ তার মাতা প্রধান ডাক ঘরে আসেন। ডাক ঘরের যাবতীয় কার্যক্রম শেষে প্রধান ডাক ঘরের পোষ্ট মাষ্টার বাদির মাতাকে ৫লাখ টাকা বুঝে দেন। বাদি ও তার মাতা উক্ত টাকা পাওয়ার পর প্রধান ডাক ঘরের কম্পাউন্ড এলাকায় শপিং ব্যাগের মধ্যে টাকা রেখে টাকার ব্যাগটি বাদি টেবিলের উপর টাকা ব্যাগ রেখে গণনা করতে যাওয়ার মুহুর্তে হঠাৎ উক্ত প্রতারক আলমগীর কাজী ডাক ঘরে এসে বাদিকে বলে বাদির পাশে কয়েকটি টাকার নোট অফিসের মেঝেতে পড়ে গেছে। বাদি সরল বিশ^াসে টাকা গুলি তোলার সময় আলমগীর কাজী কৌলে বাদির সামনে থাকা টেবিলে ৫লাখ টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় বাদি ও তার মাতা ডাক চিৎকার দিলে দুপুর ১ টায় টাকা ব্যাগসহ স্থানীয় জনগন আইনজীবী সমিতির মোড়স্থ এলাকা থেকে ৫লাখ টাকার ব্যাগসহ প্রতারক টানাবাজ আলমগীর কাজীকে আটক করে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।