চৌগাছার কৃষক বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেল

যশোরের চৌগাছায় কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে পাটের বীজ ১৮০০জন ও ২৯০০ জন কৃষক ধানের বীজ রাসনিক সার কৃষক পেল।
সোমবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিব-২/২০২২- ২৩ মৌসুমে রোপা আউশ ও পাটের ফসলের কর্মসূচির৷

আওতােয় বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতারণে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান ড. অধ্যক্ষ মোস্তানিছুর রহমান স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজর রহমান

বাবুল,উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম, তাপস ঘোষ, আমিনুর রহমান, উপসহকারী কৃষি অফিসার ও উন্নয়ন উপ -সহকার কৃষি অফিসার রাশেদুল ইসলাম, লিমন সরকার,বিশ্বজিৎ রায়, নাজমুল ইসলাম, মুক্তার হোসেন, সাইফুল ইসলাম সহ ৪৭০০জন কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিতরণ করা হয় আউশ ধানের বীজ প্রতি কৃষক ৫ কেজি ও ডি ও পি সার ১০ কেজি,এম ও পি সার ১০ কেজি ২৯০০ জন কৃষকের বিতারণ করা হয়েছে । পাটের বীজ ১৮০০ জন কৃষকের প্রতি ১,জন কৃষক ১ কেজি করে পাটের বীজ দেওয়া হয়।