শার্শায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর আজ বৃহস্পতিবার সকালে যশোরের শার্শা থানার এস‌আই মাহফুজ এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পাঁচভূলট গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সেকেন্দার(৩২) সেকেনকে ২৫০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করেছে।

আটক সেকেন্দার ওরেফে সেকেন যশোরের শার্শা উপজেলার পাঁচভূলট গ্রামের মৃত ইমাম সরদারের ছেলে। এ ব্যাপারে শার্শা থানায় মাদক আইনে মামলা দেয়া হয়েছে।