যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের ঝিকরগাছা ইউনিট প্রধান ও দৈনিক ভোরের কাগজের ঝিকরগাছা প্রতিনিধি আতাউর রহমান জসি’র বাড়িতে কোনো অভিযোগ ছাড়াই গভীর রাতে পুলিশী তল্লাশীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। নেতৃদ্বয় বলেন, কেনো অভিযোগ ছাড়াই বুধবার গভীর রতে পুলিশ সাংবাদিক আতাউর রহমান জসি’র বাড়িতে তল্লাশী অভিযান চালায় এবং পরিবারের সদস্যদের গালিগালাজ করে।
এসময় জসি বাড়িতে ছিলেন না। গত তিন দিন ধরে তিনি অসুস্থ অবস্থায় ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। নেতৃদ্বয় অবিলম্বে এঘটনার দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন। অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ার এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।