যশোরে মাদকসহ ৭ জন আটক

jessore atok map

যশোর ডিবি ও শার্শা থানা পুলিশ পৃথক ৪টি অভিযান চালিয়ে এক কেজি গাঁজা, ৩শ’ ১০ বোতল ফেনসিডিলসহ ৭ জনকে আটক করেছে। ৫ এপ্রিল দিনগত গভীর রাতে যশোর সদর, বেনাপোল ও শার্শা এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
এঘটনায় থানায় ৪টি মামলা হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, ৫ এপ্রিল রাতে ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস, এএসআই শফিউর রহমান, এএসআই নাজমুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম যশোর সদর উপজেলা কুমার বাগডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাদক কারবারী সুমন হোসেনকে তার বাড়ির উঠান থেকে আটক করা হয়। তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৪০ হাজার টাকা। এব্যাপারে এএসআই নাজমুল ইসলাম কোতোয়ালি থানায় এজাহার করেছেন।

৬ এপ্রিল ডিবির এসআই রাজেশ কুমার দাশ, এসআই আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষ ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম আরো একটি অভিযান পরিচালনা করেন। এসময় ১৫ বোতল ফেনসিডিলসহ আটক হয় চৌগাছার আড়শিংড়ী পকুরিয়ার শাওন মিয়া, ছুটারহুদা পূর্বপাড়ার তৌকির হোসেন ওরফে আল-আমিনকে। একই দিন ডিবি যশোরের এসআই রইচ আহমেদ, এসআই নিতাই চন্দ্র দাস, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল ও ফোর্সের সমন্বয়ে আরো একটি চৌকস টিম অভিযান চালায়। বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে শিকড়ী মাদ্রাসাপাড়ার ফজলে করিম মাস্টারের বসতবাড়ির উত্তর পাশ থেকে আটক করেন ৩ কারবারীকে। আটককৃতরা হচ্ছে শিকড়ী মাঝের পাড়ার আমিনুর রহমান, জামসের হোসেন ও পুটখালির হাবিবুর রহমান। এদেরকে ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

এছাড়া শার্শা থানা পুলিশ ২শ’ ৫০ বোতল ফেনসিডিলসহ সেকেন্দার ওরফে সেকেনকে আটক করেছে। ৬ এপ্রিল সকাল সাড়ে ৬ টায় শার্শা থানার এসআই মাহফুজের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদে পাঁচভূলট গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।