যশোরে গাঁজা উদ্ধার, যুবক গ্রেফতার

পুলিশের ভয়ে রাতে গাঁজা বেচাকেনার সময় সুমন হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার রাত সাড়ে ১১ টায় সদর উপজেলার কুমার বাগডাঙ্গা গ্রামের সুমন হোসেনের বসত ঘরের সামনের উঠান থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় গভীর রাতে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার ৬ এপ্রিল দুপুরে মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার ৫ এপ্রিল রাতে ডিবি’র এএসআই নাজমুল ইসলাম গোপন সূত্রে খবর পান সদর উপজেলার কুমার বাগডাঙ্গা গ্রামের এক বাড়িতে এক গাঁজা বিক্রেতা গাঁজা বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১ টায় ওই এলাকার সুমন হোসেনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা সুমন হোসেন দৌড়ে পালাবার চেষ্টার এক পর্যায় ধরা পড়ে।