যশোরের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোনসহ হ্যাকিংকৃত ফেসবুক আইডি, মোবাইল ব্যাংকিং থেকে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া লক্ষাধিক টাকা উদ্ধার করেছে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
শনিবার সকালে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রকৃত মালিকদের কাছে এ সকল মোবাইল ও টাকা হস্তান্তর করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার জানান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোর চলতি বছরের মার্চ মাসে যশোর জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়রি ভুক্ত ৩৬ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
বিভিন্ন থানার জিডি মূলে হ্যাকিংকৃত সর্বমোট ৭টি ফেসবুক আইডি পুর্ণঃউদ্ধার করা হয়েছে।
ভুলবশত অন্য নাম্বারে চলে যাওয়া টাকা ও প্রতারণার শিকার ১১ জন ভুক্তভোগীর নগদ ও বিকাশের সর্বমোট ১ লাখ ১৪ হাজার ৪০৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
এছাড়া দুইজন হারিয়ে যাওয়া কিশোরীকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। এ সময় ভুক্তভোগীরা তাদের হারিয়ে যাওয়া ফোন ও নগদ টাকা ফিরে পেয়ে বেশ খুশি। তারা সন্তুষ্টি প্রকাশ করেন।