যশোরে মসজিদ নির্মাণ নিয়ে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

জামে মসজিদ নির্মাণ করাকে কেন্দ্র করে তর্ক বির্তকের এক পর্যায় চিহ্নিত সন্ত্রাসীরা কামরুজ্জামান (৩৮) নামে এক যুবককে মসজিদের বারান্দায় অবৈধভাবে আটক করে ছুরিকাঘাত করার ঘটনায় মামলা হয়েছে। শনিবার ৮ এপ্রিল রাতে কোতয়ালি থানায় মামলাটি করেন, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত হাজের আলী মোল্লার ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব। মামলায় আসামী করেন, একই এলাকার ৬ জনের নামসহ অজ্ঞাতনামা তাদের সহযোগী ৫/৬জনকে। আসামীরা হচ্ছে,সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের কামরুজ্জামান ওরফে মনু মিয়ার ছেলে জনি, একই গ্রামের আব্দুল মমিন মোল্লার ছেলে ইমদাদুল হক, একই গ্রামের মৃত আব্দুর বারিক মোল্লার ছেলে আশিকুর রহমান, মৃত আব্দুল গণি মোল্লার ছেলে রিপন, আব্দুল মমিন মোল্লার ছেলে ইমরান হোসেন ও শান্তি মোল্লার ছেলে শাহিনুর রহমানসহ অজ্ঞাতনামা তাদের সহযোগী ৫/৬জন।

 

মামলায় বাদী উল্লেখ করেন,আসামীরা সংঘবদ্ধ অপরাধ দলের সক্রিয় সদস্য। তাহারা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকান্ড করে বেড়ায়। বাহাদুরপুর বাশিয়াপাড়া- মোল্লা পাড়ায় জামে মসজিদ নির্মান করাকে কেন্দ্র করে গত শনিবার ৮ এপ্রিল আছরের নামাজের পরে তর্ক বির্তকের এক পর্যায় আসামীরা বাদির ছেলে কামরুজ্জামানের প্রতিক্ষিপ্ত হয়ে তাকে মারপিট খুন জখম করার ষড়যন্ত্র করে আসছিল। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার পর বাদি ও তার ছেলে কামরুজ্জামান উক্ত জামে মসজিদের মাগরিব নামাজ পড়তে যায়। মাগরিবেরে নামাজ শেষে মসজিদের বারান্দায় মসজিদের উন্নয়নের বিষয় আলাপ আলোচনা কালে আসামীগন একত্রিত হতে জনি মসজিদের মধ্যে ধারালো ছুরিসহ প্রবেশ করে আসামীগন একত্রিত হয়ে তারা পরস্পর যোগসাজোস করে বাদির ছেলেকে উক্ত মসজিদের বারান্দায় অবৈধভাবে আটক করে রাখে আশিকুর রহমান রিপন কামরুজ্জামানের দুই হাত ধরে রাখে এবং ইমদাদুল হকের হুকুমে জনি ধারালো ছুরি দেলে কামরুজ্জামানকে খুন করার উদ্দেশ্যে তলপেটের ডানপাশে স্বজোরে আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। সাথে সাথে অন্যান্য আসামীরা কামরুজ্জামানকে এলোপাতাড়ীভাবে মারপিট করে জখম করে। কামরুজ্জামানের ডাক চিৎকারে বাদিসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা প্রকাশ্যে হত্যার হুমকী দিয়ে ধারালো ছুরি ফেলে চলে যায়। গুরুতর আহত অবস্থায় কামরুজ্জামানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে। আসামীদের গ্রেফতার করতে পারেনি বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন।