যশোরে পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার-৪

jessore atok map

জেলা গোয়েন্দা শাখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেল ও কোতয়ালি থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে ২শ’ ৫১ পিস ইয়াবা ও দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় এক নারী মাদক বিক্রেতাসহ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার পাগলাদাহ ওয়ার্ড নং ৯ নওয়াপাড়া ইউনিয়নের ম ৃত খলিলুর রহমানের মেয়ে মোছাঃ পারভিন বেগম,সদর উপজেলার সুজলপুর হঠাৎপাড়ার মৃত মোদাচ্ছের হাওলাদারের ছেলে জালাল উদ্দিন মামুন ওরফে ইন্দুর মামুন, ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর (পূর্বহাটি পল্লি বিদ্যুতের অফিসের ৬তলা রজব আলী বাসার ভাড়াটিয়া) মৃত আব্দুর রউফের ছেলে আনোয়ার হোসেন ওরফে বিপ্লব ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার পুরাতন মঠমুড়া গ্রামের আরোজ আলীর ছেলে জুয়েল আহম্মেদ। গ্রেফতারকৃতদের আলাদা মাদক আইনে তিনটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার ১০ এপ্রিল আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়,রোববার ৯ এপ্রিল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডিবি’র এসআই রাজেশ কুমার দাশসহ একটি টিম উপশহর নিউমার্কেট বাসস্ট্যান্ড মোড়স্থ ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে আনোয়ার হোসেন ওরফে বিপ্লব ও জুয়েল আহম্মেদকে ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অপরদিকে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা সোমবার ১০ এপ্রিল দুপুর সাড়ে ১২ টায় সদর উপজেলার পাগলাদহ মাঠপাড়া গ্রামের আফজাল পুলিশ এর বাড়ির ভাড়াটিয়া মোছাঃ পারভিন বেগমের ঘরে অভিযান চালিয়ে দেড়শ’ গ্রাম গাঁজাসহ ওই নারীকে গ্রেফতার করে।

অপরদিকে, কোতয়ালি থানার এক এসআই সোমবার ১০ এপ্রিল গভীর রাত সোয়া ১২ টার পর আরবপুর ইউনিয়নের কদমতলা হতে জামতলা গামী রাস্তার সুফিয়া মঞ্জিলের সামনে থেকে জালাল উদ্দিন ওরফে ইন্দুর মামুনকে ৫১পিস ইয়াবাসহ গ্রেফতার করে।