30.5 C
Jessore, BD
Saturday, April 26, 2025

কক্সবাজারে ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধার

কক্সবাজারে উপকূলে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধার হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার নাজিরা পয়েন্ট থেকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ২-৩ সপ্তাহ আগে সাগরে নিখোঁজ হওয়া মাছ ধরার একটি ট্রলার রোববার রাতে কে বা কারা পাড়ে টেনে নিয়ে আসে। ট্রলারে মানুষের হাত দেখা যাচ্ছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই ট্রলার থেকে ১০টি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল জানান, ট্রলারে ফায়ার সার্ভিস কর্মীরা এখনও উদ্ধার কাজ চালাচ্ছেন।