হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় বৃহস্পতিবার রাতে গুলশানের বাসায় ফিরেন বিএনপি মহাসচিব।
শুক্রবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শে গতকাল (বৃহস্পতিবার) রাতে বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন।
তিনি বলেন, করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেও বিএনপি মহাসচিবকে চিকিৎসকদের পরামর্শে আরও কিছু দিন বিশ্রামে থাকতে হবে। তাই আগামী কয়েকদিন তাকে সরাসরি রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে হচ্ছে।
গত ২৩ মে তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ফখরুল।