খুলনা সিটি নির্বাচন: ইভিএমে ভোটে ধীরগতিতে বিরক্ত ভোটাররা

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে বেশি সময় লাগায় দুর্ভোগে পড়েছেন ভোটাররা। অনেককে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

সোমবার সকালে ১৯নং ওয়ার্ডের ইসলামাবাদ কলেজিয়েট স্কুল কেন্দ্রে দেখা গেছে নারী ভোটারদের দীর্ঘ লাইন। প্রতিটি ভোট কক্ষের সামনে অপেক্ষা করছেন নারী ভোটাররা।

ওয়ার্ডটির বিসমিল্লাহ মহল্লার বাসিন্দা জাহানারা বেগম বলেন, তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়ি যাবো বলে সাতটায় এসেছি। নয়টা বাজে এখনো সামনে ৯ জন দাঁড়ানো। লাইন একটুও এগোচ্ছে না।

একই মহল্লার বাসিন্দা শাহিনুর বেগম বলেন, দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। এমন অবস্থা জানলে বিকেলে আসতাম।

ইসলামাবাদ কলেজিয়েট কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯৪ জন। প্রথম ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ১৬৬টি। এখনো প্রায় ২০০ ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন।

অন্যান্য কেন্দ্র ঘুরেও ভোটদানে ধীরগতি লক্ষ্য করা গেছে। নগরের ২৭নং ওয়ার্ডের সরকারি এম এম সিটি কলেজ কেন্দ্রে ভোটার রয়েছেন ১ হাজার ৬৩০ জন। প্রথম ঘণ্টায় সেখানে ভোট পড়েছে মাত্র ২৭টি।

খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কেন্দ্রে ১ ঘণ্টায় ভোট পড়েছে ২৪টি। সেখানে মোট ভোটার ২ হাজার ১৯ জন।

ইসলামাবাদ কলেজিয়েট স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিঠুন সরকার বলেন, প্রত্যেকটি ভোটারকে ভোট গ্রহণ কার্যক্রম বুঝিয়ে দিতে হচ্ছে। এজন্য প্রথম ঘণ্টায় দেরি হয়েছে। ধীরে ধীরে ভোটের সংখ্যা বাড়ছে।

আজকের খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ২৯টি ওয়ার্ডে ১৩৪ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ১৩নং ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪নং ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন।