চায়ের দোকানের পাওয়ানা টাকার জের ধরে কোটচাঁদপুরে কাঠ মিস্ত্রি নিহত

চায়ের দোকানের পাওয়ানা টাকা নিয়ে বাদানুবাদের জের ধরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সারুটিয়া গ্রামে আরজান (৩৯) নামে এক কাঠ মিস্ত্রি নিহত হয়েছেন। তিনি রুদ্রপুর গ্রামের দাউদ হোসেনের ছেলে। শুক্রবার দুপুরে দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের টেকের বাজারে এই ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন জানান, চায়ের দোকানের বকেয়া নিয়ে বৃহস্পতিবার চায়ের দোকানদার আবু তালেবের সঙ্গে আরজানের হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবারও দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চায়ের দোকানদার আবু তালেব আরজান আলীকে ঝাটা দিয়ে পিঠে একটি বাড়ি মারে। এতে আরজান অসুস্থবোধ করলে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে তিনি মারা যান। ওসি বলেন, আরজানের আগে থেকে কোন রোগ ছিল কিনা বলা যাচ্ছে না। তবে মারধর জনিত কারণে তার মৃত্যু হয়েছে এটা বলা যায়। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও ওসি মঈন উদ্দীন জানান।