সুনামগঞ্জে নদ-নদীর পানি অপরিবর্তিত, নিম্নাঞ্চলে ভোগান্তি

সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় নদ-নদীর পানি অপরিবর্তিত রয়েছে। পানি বৃদ্ধি না পেলেও জেলার নিম্নাঞ্চলের মানুষদের ভোগান্তি পিছু ছাড়ছে না। দোয়ারাবাজার, ছাতক ও সুনামগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চলের যোগাযোগ সড়ক ও বাড়ির আঙ্গিনা এবং কিছু গবাড়িতে পানি ওঠায় এসব এলাকার মানুষ দুর্ভোগে রয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টায় সুরমা নদীর পানি সোমবারের চেয়ে কয়েক সেন্টিমিটার কমে সুনামগঞ্জ পয়েন্ট থেকে বিপৎসীমার ৭ সেন্টিমিটার এবং ছাতকে ৩ সেন্টিমিটার কমে ১৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ৫০ মিলিমিটার এবং ছাতকে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এদিকে সুনামগঞ্জ সরকারি কলেজসহ জেলার তিনটি আশ্রয়কেন্দ্রে গৃহপালিত প্রাণিসহ আশ্রয় নেওয়া ৩৭টি পরিবারের কেউই এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারি সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজ এবং ছাতক ও বিশ্বম্ভরপুরের তিনটি আশ্রয়কেন্দ্রে গত বছরের বন্যার ভয়াবহতার কথা চিন্তা করে ৩৭টি পরিবার আশ্রয় নিয়েছে। তারা পানি না বাড়লে বাড়ি ফিরে যাবেন।