যশোরে বাইসাইকেল চুরি কালে গণধোলাই শিকার

শুক্রবার সকালে সদর উপজেলার জোত রহিমপুর গ্রামের বটতলা মাঠের পাশে জনৈক মালেক মোল্যার সেচ প্রকল্প এর সামনে এক কৃষকের রাখা বাইসাইকেল চুরি করে যাওয়ার সময় স্থানীয় লোকজন শাহাবার হোসেন নামে এক যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শাহাবার হোসেন যশোর সদর উপজেলার কামারগন্যা গ্রামের মৃত আবু হানিফ মোল্যার ছেলে। মামলাটি করেন, সদর উপজেরার জোত রহিমপুর গ্রামের মৃত হাশেম আলীর ছেলে হাসান আলী।

 

মামলায় বাদি উল্লেখ করেন,শুক্রবার ২১ জুলাই সকাল সাড়ে ৭ টায় বাদি তার নিজস্ব হারকিউলিস বাইসাইকেল জোত রহিমপুর গ্রামের বটতলা মাঠে জনৈক মালেক মোল্যার ডিপ/সেচ প্রকল্প এর সামনে রাস্তার পাশে রেখে পাশে জমির আইল কাটতে যায়। অনুমান ৩০ মিনিট পর উক্ত স্থানে এসে দেখে তার বাইসাইকেলটি নেই। উক্ত সময়ের মধ্যে বাইসাইকেলটি চুরি হওয়ার পর এলাকায় খোজাখুঁজি করাকালে বাদি জানতে পারেন হাশিমপুর গ্রামের তেঁতুলতলা মোড়ে কতিপয় লোকজন বাদির বাইসাইকেলসহ চোরকে আটক করেছে। সংবাদ পেয়ে বাদি দ্রæত সেখানে যেয়ে বাইসাইকেলটি সনাক্ত করেন। পরে ইছালী পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ এসে চোরকে হেফাজতে গ্রহন করে। এ ঘটনায় মামলা হওয়ার পর দুপুরে চোরকে আদালতে সোপর্দ করা হয়।