জেলা গোয়েন্দা শাখা ও চাঁচড়া ফাঁড়ী পুলিশ রোববার ৩ সেপ্টেম্বর কয়েক ঘন্টার ব্যবধানে ৪৩০পিস ইয়াবা ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় ইয়াবা ও গাঁজা নিজ হেফাজতে রাখার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর উপশহর বি বøক বাসা নং ৩০ এর বর্তমানে সদর উপজেলার বাহাদুরপুর মেহেগুনীতলা শেখ কামাল উদ্দিনের বাসার পাশে শেখ কালাম উদ্দিনের ছেলে শেখ রাহাত মাহামুদ ও সদর উপজেলার তপসীডাঙ্গা (বিহারীপাড়া) এলাকার আবুল বাশারের ছেলে তাজু হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ী সূত্রে জানাগেছে, রোববার ৩ সেপ্টেম্বও রাত সোয়া ৯ টায় ফাঁড়ীর এক এসআইসহ একদল পুলিশ তফসীডাঙ্গা গ্রামের জনৈক মকবুল এর স’ মিলের দক্ষিণে শরিফুল ইসলামের বেগুনী পিয়াজু দোকানের সামনে থেকে তাজু হোসেনকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপরদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুনসহ একদল পুলিশ রোববার ৩ সেপ্টেম্বর বিকেল পৌনে ৫ টায় শহরের খালধার রোড লোন অফিস পাড়াস্থ সমাজ সেবা অফিসের সামনে জনৈক আশরাফ আলীর বাড়ির ভাড়া বাসায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে শেখ রাহাত মাহমুদকে ৪৩০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় তার সহযোগী যশোর শহরের পূর্ব বারান্দীপাড়ার আব্দুল গফুরের ছেলে রিমন হাসান রাকিব পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা দেন। গ্রেফতারকৃতদের সোমবার ৪ সেপ্টেম্বর দুপুরে আদালতে সোপর্দ করে।