পাবনার ৫টি আসনে ৩৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়পত্র জমাদানের শেষদিন বৃহস্পতিবার পাবনা জেলার ৫টি আসনের জন্য আওয়ামীলীগ জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ সহ জাতীয় পার্টি, জাসদ, এনপিপি, জাকের পার্টির ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী আহমেদ ফিরাজ কবীর এমপি, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজু, বিএনএম পার্টির সংগীত শিল্পী ডলি সায়ন্তনী সহ জাতীয় পার্টি, জাসদ, এনপিপির ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে আওয়ামীলীগ প্রার্থী মকবুল হোসেন এমপি, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাষ্টার সহ জাতীয় পার্টি, জাসদ, এনপিপিসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফসহ জাতীয় পার্টি, জাসদ, এনপিপিসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পাবনা-৫ (সদর) আসনে আওয়ামীলীগ প্রার্থী গোলাম ফারুক খন্দার প্রিন্স এমপি, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদের খান কদর, ওয়ার্কাস পার্টির জাকির হোসেনসহ জাসদ, এনপিপিসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পাবনা জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মু, আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা বিকেল ৪টা পর্যন্ত জেলার ৫টি আসনের বিপরীতে মোট ৩৭ জনের মনোনয়নপত্র পেয়েছি। আগামী ৩ নভেম্বর পাবনা ১, ২, ৩ আসনের এবং ৪ নভেম্বর ৪ ও ৫ আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হবে।