৪ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি চালু

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন। তারই পরিপ্রেেিত ঐদিনই দুই দেশের মধ্যে বন্ধ হয়ে যায় আমদানি রফতানি বাণিজ্য।

বেনাপোল কাস্টমস’র ডেপুটি কমিশনার রবিন্দ্র সিংহ বলেন, আজ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে দু দেশের আমদানি রপ্তানী বানিজ্য। গতকাল বুধবার বেনাপোলে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন ও উভয় দেশের বন্দর সংশ্লিস্ট কর্মকর্তাদের সাথে দীর্ঘ বৈঠকে নিরাপওার বিষয়টি নিশ্চয়তা দিলে অচলাবস্থা নিরসন হয়।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র জানান, ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতন হওয়ার পর উদ্ভূত সহিংস পরিস্থিতির কারণে ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করে বিএসএফ। বাংলাদেশের সংকটের মধ্যে

আন্তর্জাতিক সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার বিকেলে বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর পরিদর্শন করেন সীমান্তরী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক।

বেনাপোল বন্দর দণি এশিয়ায় মধ্যে সব চেয়ে বড় স্থল বন্দর। ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশে ভারতের রপ্তানির পরিমাণ ছিল ১২ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবছরে তা ১১ বিলিয়ন ডলারে নেমে আসে।

বাংলাদেশে ভারতের প্রধান রফতানি পণ্য হলো- ফল, পিয়াজ, কফি, চা, মসলা, চিনি, পরিশোধিত পেট্রোলিয়াম, রাসায়নিক দ্রব্য, তুলা, লোহা, মেশিনারিজ, টায়ার,শিল্প কলকারখানা সহ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের কাঁচামাল, ইস্পাত ,যানবাহন।

বিপরীতে ভারতে বাংলাদেশের রপ্তানি পন্যেল মধ্যে রয়েছে, রেডিমেড গার্মেন্টস, যেমস জিন্স প্যান্ট, টি শার্ট , ট্রাউজার, পাট, পাটজাত পন্য,লুংগি, গামছা, মাছ, টুপি,ও টেক্সটাইল পণ্য।