দাউ দাউ করে জ্বলছে জাহাজ, ভিডিও প্রকাশ হুতির

লোহিত সাগরে গত এক সপ্তাহ ধরে পুড়তে থাকা গ্রিসের পতাকাবাহী জাহাজ সোনিয়নের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রকাশ করা হয় ভিডিও। খবর রয়টার্সের।

এতে দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে জাহাজটির বিভিন্ন অংশ। এদিকে হুতি জানিয়েছে, জাহাজটি সরিয়ে নেয়ার অনুমতি দিতে রাজি তারা। তেলবাহী এই জাহাজ থেকে লোহিত সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছে পশ্চিমারা।

বুধবার (২৮ আগস্ট) জাহাজটি থেকে তেল বের হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন বলছে, তেল বের হওয়ার কোনো প্রমাণ তারা পায়নি। তবে প্রধান ডকের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট থেকে হুতির হামলায় জ্বলছে জাহাজটি।