যশোর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার সকালে যশোর জেলা প্রশাসনের আয়োজনে,জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে এক মাসিক সভা অনুষ্ঠিত ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহমদ, যশোর পৌরসভার প্রশাসক মোঃ রফিকুল ইসলাম (ডিডিএলজি), ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা,জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ আল আমিন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খান মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। এছাড়াও এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু (পিপি), যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মর্তুজা, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ডিসেম্বর ২০২৫ মাসের আইনশৃঙ্খলা কমিটির কার্যবিবরণী ও অপরাধ চিত্র নিয়ে আলোচনা হয়। বিগত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।
পরবর্তীতে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং,সার ব্যবস্থাপনা,হোটেল-রেস্টুরেন্টে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিতকরণে নিয়মিত অভিযান পরিচালনা, যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, কিশোর গ্যাং এর বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ, মজুদদারদের বিরুদ্ধে অভিযান, মাদক এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধনের পাশাপাশি নির্দেশনা প্রদান করা হয়।