যশোরে প্রতিবন্ধী রিকশাচালককে ছুরিকাঘাত করে ছিনতাই

jessore map

যশোর শহরের রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীরা এক শারীরিক প্রতিবন্ধী এক রিকশাযাত্রীকে ছুরিকাঘাত করে নগদ টাকা মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে। আশরাফুল হোসেনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

আহত আশরাফুল হোসেন (২৬) শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের পুত্র। তিনি শারীরিক প্রতিবন্ধী। ক্র্যাচ নিয়ে তাকে চলতে হয়।

আশরাফুল হোসেন জানিয়েছেন সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে তিনি রিকশাযোগে রেল বাজারের দিকে যাচ্ছিলেন পথের মাঝে ষষ্ঠীতলা ও রেল স্টেশনের মাঝে পৌঁছালে ৩ জন ছিনতাইকারি তার গতিরোধ করে আশরাফুল হোসেনের কাছে ২ হাজার ৬ শ টাকা, ১ টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশরাফুল হোসেনকে উদ্ধার কর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে দেন।