যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের আবাদ কচুয়া গ্রামে পারিবারিক দ্বন্দের জেরে মাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ছেলে ও পুত্রবধূ’র বিরুদ্ধে। মঙ্গলবার ১১ মার্চ বেলা সাড়ে ১২’টার দিকে এঘটনা ঘটে।
স্থানীয়দের সহযোগীতায় রক্তাত্ব গুরুত্বর আহত অবস্থায় শেফালী বেগম’কে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুফিয়া খাতুন যশোর সদরের আবাদ কচুয়া গ্রামের শেখপাড়া এলাকার জনৈক আব্দুল আজিজের স্ত্রী। এঘটনায় কুলাঙ্গার তুহিন ও তার স্ত্রী ইয়াসমিন’কে অভিযুক্ত করে যশোর কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর আরেক ছেলে মোঃ তুষার হোসেন।
এব্যাপারে আহত শেফালী বেগম (৫৫) জানান পারিবারিক তুচ্ছ ঘটনায় প্রায়ই তার বড় ছেলে তুহিন ও পুত্রবধূ ইয়াসমিন শারীরিক লাঞ্ছিত করে। এরই ধারাবাহিকতায় গত ১১ মার্চ ঘরের দরজার ঢাসা দিয়ে তার মাথা ও শরিরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুত্বর আহত করে।
এসময় তার ছেলে তুহিন মায়ের হাত মুচড়ে ভেঙ্গে দেওয়ার ও চেষ্টা করে। এঘটনায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ করেও এখন পর্যন্ত কোনো প্রতিকার না পেয়ে আতঙ্কে দিন কাটছে সুফিয়া খাতুনের। এঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।