যশোরের চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজের সামনে জমেছে পৌরসভার বিশাল ময়লার স্তূপ। দীর্ঘদিন ধরে এ স্থানটিতে বর্জ্য ফেলা হলেও তা সরানোর উদ্যোগ নেওয়া হয়নি, ফলে শিক্ষার্থী ও পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে নাক চেপে চলতে বাধ্য হচ্ছেন সবাই।
বুধবার (১৯ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, পথচারী ও শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। স্থানীয়রা জানান, বারবার অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সমস্যার সমাধান হয়নি। কলেজের শিক্ষার্থীরা বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে যাওয়া-আসার সময় শ্বাস নিতে কষ্ট হয়, এতে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে চৌগাছা পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম জানান, পৌরসভার নির্ধারিত বর্জ্য ফেলার স্থানের রাস্তাটি সংস্কারের কাজ চলছে। ফলে অস্থায়ীভাবে কলেজের সামনে বর্জ্য ফেলা হচ্ছে। রাস্তাটির নির্মাণকাজ শেষ হলেই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন