আদি সৃষ্টির শুরু, আনন্দ হাসি, মায়া-মমতা, ভালোভাসা ভরন, মানুষ বসবাস সংসার বাঁধন গৃহ সমাজ মার্খলুকাত পৃথিবী মধ্য, হতাশ দু:খ ভাবনা, আঘাত কান্না দ্বারা সৃষ্টি নহে। প্রমাণ পাওয়া যায় পবিত্র কোরআন শরীফ মধ্যে, গরীব ধনী, প্রজা-রাজা, গোত্র দম্ভ স্বার্থপূরণ কোন প্রমাণ মেলে না, সাদাকালো, সুশ্রী ও কুশ্রী, মনকন্দল আচারণ দ্বারা মানুষ সৃষ্টি নহে, মহান আল্লাহ তয়ালার হতে প্রতিনিধিগণ আগমণ মানুষের, কল্যাণ লক্ষ্যে, তাদের মাঝে ব্যক্তি স্বার্থ কর্মকান্ড প্রমাণ মেলে না।
অতীতের বাতেল অনুসারীগণ, আপনারা যেনে বুঝেও, মানুষের অনিষ্ট ক্ষতি সাধণ কর্মে লিপ্ত, দিনের আলো রাতের আঁধারে ক্ষতি করছেন বুঝতে হবে আপনারা অতীত ও বর্তমান সৃষ্টি কর্তার সমতুল্য নহে, আপনারা, আগুন পানি, বাতাস মাটির মধ্যে, গোপন প্রকাশ্যে লুকিয়ে, মানুষের অকল্যাণ কর্মকান্ড করছেন, আপনাদের অনিষ্ট ডেকে আনছেন। মহান আল্লাহ তায়ালা কছমদ্বারা বলছেন, আসমানের কসম জমিনের কসম, দিনের কসম রাতের কসম, সবই আমার দয়ার অনুকূলে চলমান।
আহলে বাতেল অনুসারীগণ ফিরে আসুন অতীত বর্তমান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালার বিধান পালনকূলে, ফিরলে দেখবেন কোথাও ক্ষতিসাধণ কর্মকান্ড থকাবে না। ফিরতে না পারেন দেখবেন নিজেদের কর্মের প্রতিফলে নিজেরাই ভোগ করতে হচ্ছে। আগুন পানি, বাতাস মাটি, জীব জড়, সবই সুমহান রহমান রহিম দয়ালু শান্তি প্রদানকারী আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন, তিনিই প্রকৃত সৃষ্টিকর্তা শান্তি প্রদানকারী মহানের মহান আল্লাহ তায়ালা।