যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সৌরভ মাহামুদুল (২৬) নামের এক যুবককে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে আটক করেছে ।
ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে ভুয়া পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবির অভিযোগে তাকে আটক করা হয়।
সৌরভ মাহামুদুল চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামের আব্দুল গণির ছেলে।
যশোর ডিবি পুলিশের একটি বিশেষ দল বুধবার (২১ মে) বিকাল সাড়ে ৪টায় হাজীগঞ্জের ফ্যালকন ফ্যাশন জোন বিজনেস পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এর আগে, মঙ্গলবার (২০ মে) রাত ১২টার দিকে যশোর কোতোয়ালি থানায় আড়পাড়া গ্রামের বাসিন্দা সোহাগ হোসেন বিপ্লব (৩৪) অজ্ঞাত আসামির বিরুদ্ধে ডিজিটাল অপরাধ ও পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর অভিযোগে বলেন, গত ১৬ মে সন্ধ্যায় ‘umme Ayma’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী এবং ছোট বোনের ব্যক্তিগত ছবি এডিট করে তা পর্নোগ্রাফিক কনটেন্ট বানিয়ে আত্মীয়-স্বজনদের ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয়। এরপর ওই আইডি থেকেই তাকে এক লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। তিনি দ্রুত ঘটনার তদন্ত ও আসামি শনাক্তে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি টিম অভিযুক্ত সৌরভ মাহামুদুলকে শনাক্ত করে এবং তাকে গ্রেফতার করে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ পর্নোগ্রাফি ছড়ানো ও চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছে। তার কাছ থেকে পর্নো ছবি ভিডিও ও ছড়ানোর কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।