বর্ডারগার্ড বাংলাদেশ ( বিজিবি) বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৩,১০,৬৫০ টাকা মুল্যের মাদকদ্রব্য কসমেটিক্স ঔষধ এবং চকলেট আটক করেছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এসব পণ্য আটক করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী জানায় বেনাপোল শাহজাদপুর ঘিবা ধান্যখোলা বেনাপোল আইসিপি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ী, কম্বল থ্রি-পিস, চকলেট সহ বিভিন্ন কসমেটিক্স পণ্য আটক করে। যার আনুমানিক মুল্য ১৩, ১০,৬৫০ টাকা। তবে কোন চোরাচালানিকে আটক করা যায়নি।