মিসরে চার হাজার বছরের পুরনো সমাধি উন্মুক্ত

মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে গিজা পিরামিড কমপ্লেক্সে অবস্থিত প্রায় ৪ হাজার বছরের পুরনো ‘মেহু’ সমাধিক্ষেত্রটি প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে মিসর। সমাধিটি মিসরীয় প্রত্নতত্ত্ব পিপাসুদের অন্যতম আকর্ষণ। সিটিভি নিউজ। সমাধিক্ষেত্রটি মেহু নামের একজন উচ্চপদস্থ রাজকর্মকর্তার যা ১৯৪০ সালে মিসরীয় প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ জকি সাদ আবিষ্কার করেন।

সমাধির দেয়ালটি শিকার, রীতিযজ্ঞ এবং দুটি কুমিরের বিবাহের মতো বিভিন্ন চিত্রকর্ম দ্বারা সুশোভিত যা থেকে প্রাচীন মিসরীয়দের জীবনযাপনের অনন্য দিকগুলো প্রতিফলিত হয়। এ ছাড়া এখানে মেহুর পুত্র মেরেন রা এবং দৌহিত্র হেতেব খাঁর সমাধিও রয়েছে।

মিসরীয় পুরাতত্ত্ব মন্ত্রী খালিদ আল আনানি বলেন, আশা করছি এই নতুন আকর্ষণটি বিশ্বের পর্যটকদের আগ্রহকে পুনরুজ্জীবিত করবে এবং তাদের কাছে মিসরকে নিরাপদ হিসেবে উপস্থাপন করবে। মেহু মিসরীয় রাজা পেপির রাজনৈতিক উপদেষ্টা এবং প্রধান বিচারপতি ছিলেন। তিনি এই প্রাসাদটির পরিচালকও ছিলেন।