লংকানদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল আফগানরা

এশিয়া কাপের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে আফগানিস্তান। ৯১ রানের বোঝা মাথায় নিয়ে আফগানদের দুর্দান্ত পারফরমেন্সের কাছে হার মেনে এশিয়া কাপ থেকে বিদায় নিল লংকানরা।

এর আগে আবুধাবিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক আসগার আফগান। শুরুটা দারুণ করেন দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও ইহসানুল্লাহ। এরপর আস্তে আস্তে স্কোর বোর্ডে ২৪৯ রান তোলেন আফগানরা। তবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হোঁচট খেয়েছে শ্রীলংকা। সব শেষে ৪১ ওভার ২ বলে ১৫৮ রানে সব উইকেট হারিয়ে বিদায় নেয় লংকানরা।