এবার ক্ষান্ত দিন, নেত্রীকে মুক্তি দিন: প্রধানমন্ত্রীকে রিজভী

সরকার প্রভাব খাটিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি আটকে দিচ্ছে অভিযোগ করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন দলটির নেতা রুহুল কবির রিজভী।

বুধবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার জামিন নিয়ে যেন ‘লুকোচুরি’ খেলা হচ্ছে।

“এক মামলায় জামিন নিলে অন্য আরেকটি মামলায় জামিন বাতিল করা হচ্ছে, হাই কোর্ট জামিন দিলে আপিল বিভাগ আবার জামিন স্থগিত করেছে, পরে আপিল বিভাগ জামিন দিলে নিম্ন আদালত আরেকটি মামলায় জামিন আটকে দিয়েছে। এমনি করে পার হতে যাচ্ছে একটি বছর।”

জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজা নিয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া। তার বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে। এরমধ্যে জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় কারাদণ্ড হয়েছে তার।

ঢাকায় বিএসএমএমইউতে পৌঁছার পর গাড়ি থেকে নেমে হেঁটেই লিফটে ওঠেন খালেদা জিয়া; স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়।ছবি: মাহমুদ জামান অভি বিএনপি নেত্রীর বন্দিত্বের এক বছর পূর্তির আগের দিন এই সংবাদ সম্মেলনে খালেদার মামলাগুলোয় জামিনের সর্বশেষ অবস্থা তুলে ধরে তার মুক্তির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী।

তিনি বলেন, “এই সরকার প্রধানের উদ্দেশে আমাদের আহ্বান, এবার একটু ক্ষান্ত দিন। অনেক করেছেন, অনেক অন্যায় করেছেন। অনেক অবিচারের মধ্যে আপনি একজন রাজনৈতিক প্রতিপক্ষকে নিষ্ঠুরভাবে দমন-পীড়ন করেছেন। এবার একটু ক্ষান্ত দিন।

“একজন গুরুতর অসুস্থ বয়স্কা নেত্রীর ওপর আর জুলুম করবেন না, একটি বছর তাকে কারারুদ্ধ রেখে অনেক অত্যাচার করছেন। এবার মুক্তি দিন। ইতিহাস পড়ুন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই।”