সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (৬ মার্চ) দুপুরে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য তুলে ধারেন তিনি।
ওই স্ট্যাটাসে শাহরিয়ার আলম লিখেছেন, ‘কাদের ভাইয়ের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। হার্টের অবস্থা স্থিতিশীল, কিডনির অবস্থার উন্নতি হয়েছে। একটু জ্বর আছে, আশা করা যায় তা দুই-একদিনেই ঠিক হয়ে যাবে। দুই-একদিনের মধ্যে কৃত্রিম শ্বাস ব্যবস্থা খুলে দেওয়া যাবে বলেও আশা করা যায়।’
ওবায়দুল কাদেরের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে, বুধবার (৬ মার্চ) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন চলাকালে ওবায়দুল কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. আবু নাসার রিজভী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে ফোন করেন।
ফোনে কথা শেষে ওই চিকিৎসকের বরাত দিয়ে হানিফ সাংবাদিকদের বলেন, ‘সিঙ্গাপুর থেকে খবর এসেছে দলের সাধারণ সম্পাদকের শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে। যেভাবে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তাতে আগামী এক সপ্তাহের মধ্যেই তিনি স্বাভাবিক অবস্থায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। এরপর তার বাইপাস সার্জারি করা হবে।’
সবকিছু ঠিক থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যে দলের সাধারণ সম্পাদক সম্পূর্ণ সুস্থ হয়ে দেশবাসী ও নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন হানিফ।