বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অহেতুক অভিযোগ করছে। যেহেতু বিএনপির বর্তমানে রাজনৈতিক কোন কর্মকাণ্ড নেই, সরকারের বিরুদ্ধে বলার মত কিছু নেই। তাই তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলছেন।
শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া আদালত কতৃক দন্ডপ্রাপ্ত কয়েদী। দন্ডপ্রাপ্ত কয়েদীর চিকিৎসা সংক্রান্ত সার্বিক দায় দায়িত্ব কারা কতৃপক্ষের। কারা কতৃপক্ষ তাদের কারাবিধি অনুযায়ী একজন কয়েদী হিসেবে বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করছেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, কারা কতৃপক্ষ যদি মনে করে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য অন্য কোন ডাক্তার বা হাসপাতালে নেওয়া প্রয়োজন অবশ্যই সেটা তারা নিতে পারে। বেগম খালেদা জিয়ার অসুস্থতা অনুযায়ী কারা কতৃপক্ষতাকে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করছেন।
ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মনসুরের শপথ নেওয়া প্রসঙ্গে হানিফ বলেন, তিনি বিএনপি জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য। জনগণের ভোটে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। সুতরাং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলা। এই দায়িত্ববোধ থেকেই সুলতান মনসুর সংসদে যোগ দিয়েছেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
মতবিনিময়কালে জেলা আওয়ামী লীগসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।