যশোরে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে আমিনুর রহমান রুবেল নামে এক মোটর পার্টস ব্যবসায়ী জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরতলী নলডাঙ্গা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে এবং আরএন রোডে তার মাটর পার্টসের দোকান রয়েছে।
আহত রবেল জানিয়েছেন- নলডাঙ্গা এলাকায় নিপু, রাজিব ও টিপু নামে তিন যুবক ইয়াবার ব্যবসা করে আসছিলো। তিনি বাধা দেয়ায় প্রায় সময় তাদের সাথে তার বিরোধ চলে আসছিলো। সোমবার বিকাল সাড়ে চার টার দিকে তিনি বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে নলডাঙ্গা বিলপাড়া নামকস্থানে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে গতিরোধ করে। কথা কাটাকাটির এক পর্যায় মাদক কারবারীরা তাকে ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।