নওয়াপাড়া মডেল কলেজের উদ্যোগে যশোরের অভয়নগর উপজেলার চার মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মুুক্তিযুদ্ধ চলাকালিন বিশেষ বীরত্ব রাখায় মঙ্গলবার সকালে কলেজের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ মো.মাহিদুল ইসলাম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাকালীন পরিচালনা পরিষদের সদস্য ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক।
আলোচনা শেষে সম্মননা ক্রেস্ট দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক নওয়াপাড়া জুট মিলস ইউনিটের কমান্ডার আলহাজ্ব আমির হোসেন মাষ্টার, যুদ্ধকালিন বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ-কমান্ডার ও সাবেক অভয়নগর থানা কমান্ডার এস.এম আনসার আলী, বীর মুক্তিযোদ্ধা মো.আকরাম হোসেন, বাবু শক্তিপদ দত্ত।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য মহসিন আলী, কলেজের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র/ছাত্রী গণ।অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রভাষক আবুল কালাম আজাদ।