যশোরের খাজুরায় এক ভ্যান চালকের বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ভ্যান চালকের একমাত্র বসতবাড়িটি পুড়ে ছাই হয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকল বুধবার সন্ধ্যায় খাজুরার ওমরপুর গ্রামের মৃত মনসের খাঁর ছেলে ভ্যান চালক মোঃ ইউনুচ আলীর বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ বা কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত পরিবারটির দাবী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ভ্যান চালকের স্ত্রী আসমা খাতুন বলেন, বুধবার সন্ধ্যার দিকে তিনি রান্না করছিলেন। এসময় ঘরে চাউল আনতে গিয়ে টিনের চালের বাঁশে আগুন দেখতে পান। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
এদিকে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষনে ঘরের আসবাবপত্র, মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যান চালক ইউনুচ আলী নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার ২৫ দিনের মাথায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার বাড়ীতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।