অভয়নগরে শ্রেষ্ঠ শিক্ষক সাংবাদিক এসএম ফারুক আহমেদ

যশোরের অভয়নগর উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হলেন নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ভাইস প্রেসিডেন্ট ও নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম ফারুক আহমেদ।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর আলোকে তিনি এই শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর সভাপতি ও অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুজ্জামান স্বাক্ষরিত পত্রের আলোকে এই তথ্য জানা যায়।

বিষয়টি সম্পর্কে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস জানান- শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সহকর্মী ও কর্তৃপক্ষের সাথে সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও সুনাম, শৃংখলাবোধ, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরী এবং শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন, পেশাগত/গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, গুণগত মানের শিক্ষায় উদ্ভাবনী/সৃজনশীল উদ্যোগ ও উত্তম চর্চার নিদর্শন, বিদ্যালয়ের কাজে দক্ষ ও আর্থিক শৃংখলা যাচাই-বাছাই পূর্বক নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম ফারুক আহমেদকে স্কুল পর্যায়ে অভয়নগর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়।