যশোরে মহিলা আ’লীগ নেত্রী জারিনের ইন্তেকাল

যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দা জারিন রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সকালে যশোর শহরের নতুন খয়েরতলা নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। আসর বাদ নতুন খয়েরতলা ভাস্কর্য মোড় জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার, সহ-সভাপতি একে এম খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, দপ্তর সম্পাদক এস এম মাহমুদ হাসান, জেলা শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি জবেদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরজাহান ইসলাম নীরা, জেলা যুব মহিলা লীগের নেত্রী সাদিয়া মৌরিন প্রমুখ।