যশোরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

jessore map

যশোরে শাবনুর রহমান (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি শহরতলী শেখহাটি জামরুল তলা এলাকার কামরুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় ঘাতক স্বামীকে গণধোলাই দিয়ে পুলিশে সপর্দ করেছে স্থানীয়রা।

মৃতের পিতৃপক্ষের অভিযোগ মাদকসেবী স্বামী যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় তাকে শ্বাসরোধে হত্যা করেছে। তবে, মৃতের স্বামীর পারিবারের দাবি সাংসারিক বিরোধের জেরধরে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করেছে।

মৃতের মামা নায়েব আলীর অভিযোগ, দেড় বছর আগে মাগুরা মোহাম্মদপুর উপজেলার মুছা গ্রামের বিশু শিকদারের ছেলে কামরুল ইসলামের সাথে নড়াইল লোহাগড়া উপজেলার তরবাদিয়া গ্রামের নায়েক মোল্ল্যার মেয়ে শাবনুরের বিয়ে হয়। বিয়ের সময় কোনো দাবি না থাকলেও বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্যে শাবনুরকে নির্যাতন করে আসছিলো কামরুলের পরিবার। গত এক বছর ধরে শাবনুর ও কামরুল যশোর শহরতলী শেখহাটী জামরুল তলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। যশোরে আসার পর থেকে কামরুল মাদক সেবনে জড়িয়ে পড়েন। প্রায় সময় যৌতুকের টাকার জন্যে স্ত্রীকে নির্যাতন করে আসছিলো। মঙ্গলবার সকালে কামরুল যৌতুকের টাকার জন্যে স্ত্রীকে বেধড়ক মারপিট করে গ্রামে প্রচার করে তার স্ত্রী গলায় ফাঁস দিয়েছে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে । এ সময় জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের মামা নায়েব আলীর আরো জানান, তার ভাগ্নি গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করেনি। যৌতুকের টাকার জন্যে কামরুল ও তার পরিবার পরিকল্পিত ভাবে শ্বাসরোধে হত্যা করেছে।

কোতোয়ালি মডেল থানার এস আই মতিয়ার জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এলাকাবাসী স্বামী কামরুলকে ধরে পুলিশে দিয়েছে। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত করে জানা যাবে।