ভবিষ্যতেও ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : সিইসি

cec km nurul huda
ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘অতীতে ভোট যেভাবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে হয়েছে ভবিষ্যতেও ভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে।’

বৃহস্পতিবার বিকেলে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন সিইসি।

সিইসি নুরুল হুদা বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল এ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করাতে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম। আগে ভোট বাক্স ছিনতাই, ব্যালট পেপার ছিনতাই যা নিয়মিত ঘটনা ছিল। ইভিএম পদ্ধতিতে এ জাতীয় কোনো অনিয়মের সম্ভাবনা নেই।’

সিইসি জানান, ইভিএম ভোটে প্রতিটি কেন্দ্রে দুজন করে সেনা সদস্য উপস্থিত থাকবে। ইভিএম মেশিনের কোনোরূপ সমস্যা দেখা দিলে, তারা তাৎক্ষণিক ভাবে তা সমাধান করবে।

মতবিনিময় সভায় ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রির্টানিং অফিসার উপস্থিত ছিলেন। এরপর প্রধান নির্বাচন কমিশনার প্রশাসন, পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠকে করেন।