এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে খুরশীদ আলমকে

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত কণ্ঠশিল্পী খুরশীদ আলমকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে।

শুক্রবার দিবাগত রাতে বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে গাড়ি নিয়ে শহরের ম ম ইন হোটেলের দিকে যাওয়ার সময় একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান দুর্ঘটনায় খুরশীদ আলমের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার পর খুরশীদ আলমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে।

খুরশীদ আলমের জন্ম ১৯৪৬ সালে। তার বেড়ে ওঠা পুরান ঢাকার আলাউদ্দীন রোড এলাকায়। তিন ভাই, দুই বোনের মধ্যে সবার বড় খুরশীদ আলম। তার বাবা এ এফ তসলিমউদ্দিন।

ছোটবেলা থেকেই খুরশীদ আলমের সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিল। খুরশীদ আলমের গাওয়া অনেক জনপ্রিয় গান রয়েছে।