বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

বৃষ্টির বাধায় ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে টসই করা যায়নি। পরিত্যক্ত হয়েছে সিরিজে বাংলাদেশের-আয়ারল্যান্ড ম্যাচ।

মালাহাইডে বৃষ্টির জয়

সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণের জন্য উন্নতি হয়েছিল পরিস্থিতির, সেন্টার উইকেটের কাভার সরানোর কাজ শুরু হয়েছিল। সে সময় আবার বৃষ্টি নামে। তাতে ভেসে যায় ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচ। স্থানীয় সময় সোয়া দু্টইটার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

আয়ারল্যান্ডের বিপক্ষে এ নিয়ে বাংলাদেশের শেষ তিন ম্যাচের দুটি পরিত্যক্ত হল। ২০১৭ সালেও ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

বেড়েছে বৃষ্টির তীব্রতা

থেমে থেমে বৃষ্টি হচ্ছে মালাহাইডে। বাংলাদেশ সময় বিকাল সোয়া পাঁচটার দিকে বেড়েছে বৃষ্টির তীব্রতা। এতোক্ষণ তবুও মাঠের পাশে নক করতে পারছিলেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার, এখন তাও সম্ভব হচ্ছে না। আকাশ এখনও ঘন কালো মেঘে ঢাকা।

মালাহাইডে আবার বৃষ্টি

লম্বা সময় অপেক্ষার পর বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় সেন্টার উইকেট থেকে কাভার সরানো শুরু হয়েছিল। ঠিক সে সময়ে আবার বৃষ্টি নামলে আর কাভার সরানো হয়নি। টসের জন্য অপেক্ষা আরও বাড়ল।

বিরূপ আবহাওয়ায় টসে দেরি

সকাল থেকে কয়ক দফায় বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি নেই তবে এখনও ঢাকা রয়েছে মাঠের সেন্টার উইকেট। নির্ধারিত সময় বাংলাদেশ সময় বেলা সোয়া তিনটায় হয়নি টস। চারটার আগে টস হওয়ার কোনো সম্ভাবনা নেই।

আগের দিন বৃষ্টির বাধায় অনুশীলন করতে পারেননি বাংলাদেশ দল।

আইরিশ পরীক্ষার সামনে বাংলাদেশ

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ এবার স্বাগতিক আয়ারল্যান্ড। কদিন আগে প্রস্তুতি ম্যচে তাদের ‘এ’ দলের কাছে হেরেছিল মাশরাফি বিন মুর্তজার দল।

বৃহস্পতিবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা পৌনে চারটায়।

নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬ রানে হেরেছে আয়ারল্যান্ড। বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছে উই্ন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে।