সেমিতে উঠে হেরে গেলেন রোমান-তামিমুল-রুবেল

ওয়ার্ল্ড কাপ আরচারি স্টেজ-২ এর রিকার্ভ পুরুষ দলগত বিভাগের সেমিফাইনালে উঠে পদকের আশা জাগিয়েছিলেন বাংলাদেশের তিন আরচার রোমান সানা, তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল। কিন্তু সেমিফাইনালের হার্ডলসটা আর টপকানো হয়নি বাংলাদেশের। তুরস্কের কাছে ৫-৩ সেটে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।

এ ইভেন্টে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছিল ভারতকে ৫-২ সেটে হারিয়ে। তার আগে বাংলাদেশের এই তিন আরচার হারিয়েছেন ৫-৩ সেটে নেদারল্যান্ডকে এবং ৫-৪ সেটে বেলজিয়ামকে।

ফাইনালে উঠলে একটা পদক নিশ্চিত হতো বাংলাদেশের। এখনো সে সম্ভাবনা আছে। বাংলাদেশ এই ইভেন্টে এখন ব্রোঞ্জের জন্য খেলতে হবে। ১২ মে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ব্রোঞ্জের লড়াই। দক্ষিণ কোরিয়া সেমিফাইনালে হেরেছে চাইনিজ তাইপের কাছে।