দলীয় ২৯ রানে ওপেনার মার্টিন গাপটিল ফিরে যাওয়ার পর হেনরি নিকোলস ও কেন উইলিয়ামসন জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবার দলীয় ১০৩ রানে ফিরে গেলেন অধিনায়ক উইলিয়ামসন। লিয়াম প্লানকেটের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হয়েছেন তিনি। অবশ্য আম্পায়ার প্রথমে আউট দেননি। কিন্তু রিভিউ নিয়ে সফল হয় ইংলিশরা। ৫৩ বলে ৩০ রান করেছেন উইলিয়ামসন।
বিশ্বকাপে আজ ফাইনাল ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২৫ ওভারে ২ উইকেটে ১০৯ রান।
ফাইনাল ম্যাচেও ব্যর্থ কিউই ওপেনার মার্টিন গাপটিল। ১৮ বলে ১৯ রান করে ফিরে গেছেন তিনি। দলীয় ২৯ রানে ক্রিস ওয়েকসের বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি গাপটিল। এর আগে তৃতীয় ওভারে ওয়েকসের বলেই হেনরি নিকোলসের বিপক্ষে এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। কিন্তু নিকোলস রিভিউ নিয়ে বেঁচে যান। তবে, বাঁচতে পারেননি গাপটিল।
লর্ডসে ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শুরু হয়েছে পৌঁনে চারটায়। আজকের ম্যাচে দুই দলের কেউই একাদশে কোনো পরিবর্তন আনেনি।
এই দুই দলের মধ্যে যে দলই শিরোপা জিতুক না কেন, বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন। কারণ, এবার ফাইনালে ওঠা দুই দলের কেউই আগে কখনো শিরোপা জিতেনি।
ইংল্যান্ড এবার চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২ আসরে ইংলিশরা ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। অন্যদিকে, নিউজিল্যান্ড এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে। গত আসরে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে তারা রানার্স আপ হয়েছিল।
এবার ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিল ভারত। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ চারে উঠেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এই দুই দলের কেউই ফাইনালে উঠতে পারেনি। ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে চতুর্থ অবস্থানে থাকা নিউজিল্যান্ড। আর অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে তৃতীয় অবস্থানে থাকা ইংল্যান্ড।