টাইগারদের বোলিংয়ে কোণঠাসা শ্রীলঙ্কা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশকে চেপে ধরেছে বাংলাদেশ। রুবেল, সৌম্য ও তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়েছে লঙ্কানরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৪১ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৯৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন শেহান জয়সুরিয়া।

রুবেল হোসেন, সৌম্য সরকার দু’টি এবং তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নেন একটি উইকেট।
কলম্বোর পি সারা ওভালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। টস হেরে ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে দলীয় এক রানের মাথা রুবেলের বলে শূন্য রানে আউন হন লঙ্কান ওপেনার ডিকওয়েলে। এরপর টাইগারদের নিয়ন্ত্রতিত বোলিংয়ে দলীয় ১৪৬ রানের মাথায় ৬ উইকেট হারায় লঙ্কানরা।

আগামী ২৬ জুলাই সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে। ২৮ জুলাই দ্বিতীয় ওয়ানডে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৩১ জুলাই। সব ম্যাচই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়

এ প্রস্তুতি ম্যাচে দুই দলেরই ১৩ জন করে খেলোয়াড় খেলতে পারবেন। তবে ব্যাটিং ও বোলিং করতে পারবেন নির্দিষ্ট ১১ জন ক্রিকেটার।