যশোরে ট্রেনে কেটে গৃহবধূর মৃত্যু

jessore map

যশোর সদর উপজেলার রূপদিয়া হাটবিলা রেলগেট নামকস্থানে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাথি খাতুন (২৩) নামের এক গৃহবধূ আত্মহুতি দিয়েছে। বুধবার বেলা ১১ টা ৩০ মিনিটের দিকে ৪৫/৮ নম্বার পিলার সংলগ্ন হাটবিলা রেলগেট এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত সাথি খাতুন সে বসুন্দিয়ার বানিয়ারগাতী গ্রামের ভ্যান চালক জিয়াউর রহমানের মেয়ে ও রাজারহাট-কচুয়ার রং মিস্ত্রি মিলন হেসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খুলনা থেকে ছেড়ে আসা চীলমারি রকেট মেইল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওই যুবতী। প্রত্যক্ষদর্শী সিরাজুল নামের যুবক ঘাস কাটতে ঘটনাস্থলের পাশে মাঠের মধ্যে অবস্থান করছিলো।
তিনি জানান, বারবার ট্রেনের বিকট হুইসেলের কারনে ফিরে তাকিয়ে দেখি রেল-লাইনের উপরে বোরখা পরিহীত ওই মহিলা কানে হাত দিয়ে বিদায়, ভালো থাকিস বলে সটাং দাড়িয়ে পড়ে, মুহুর্র্তে ট্রেনের ধাক্কায় ছিটকে ১৫-২০ হাত দুরে গিয়ে পড়ে। এঘটনা দেখে মাঠে কার্যরত অবস্থায় সকলে ছুটে এসে দেখি মাথা উপরি অংশ ছিন্নভিন্ন হয়ে ঘিলু বের হয়ে গেছে। পরে রেল-লাইনের উপর থেকে নিচে নামিয়ে কাপড় দিয়ে ঢেখে রাখি।

যশোর জিআরপি পুলিশের ইনচার্জ এসআই তারিকুল ইসলাম লাশ উদ্ধার করে বিকেল ৪টার দিকে জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তিনি স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, সাথী অপ্রকৃতস্থ ছিল। তার পরিবারের লোকজন একই কথা জানিয়েছে।