যশোরের মণিরামপুরে নবম শ্রেণি পড়ুয়া এক মাদরাসা ছাত্রীর গোপন বিয়ের প্রস্তুতি পণ্ড করে দিয়েছেন ইউএনও আহসান উল্লাহ শরিফী। এসময় তিনি কনেসহ তার মাকে হেফাজতে নেন। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পুলিশসহ উপজেলার আগরহাটি গ্রামে কনের বাড়িতে অভিযান চালিয়ে তিনি এই ব্যবস্থা নেন। পরে মুসলেকা নিয়ে রাত পৌনে আটটার দিকে ওই ছাত্রীকে স্থানীয় ইউপি সদস্য বুলু হোসেনের জিম্মায় দেন তিনি।
এদিকে ইউএনও আসছেন এমন খবরে আগে থেকে পালিয়ে যান বর পক্ষ। তারা ওই ছাত্রীকে দেখতে আসার ছলে গোপনে বিয়ে করে নিতে চেয়েছিলেন বলে জানা গেছে।
ইউএনও আহসান উল্লাহ শরিফী বলেন, উপজেলার গোপালপুর গ্রামের জনৈক আরাফাত নামে এক যুবকের সাথে নবম শ্রেণি পড়ুয়া মাদরাসা ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছে এমন খবরে কনের বাড়িতে অভিযান চালানো হয়। আদালতের উপস্থিতি আগে থেকে টের পেয়ে বর পক্ষ পালিয়ে যায়। ওই সময় ছাত্রী ও তার মাকে হেফাজতে নেওয়া হয়। ১৮ বছর বয়স হওয়ার আগে ওই ছাত্রীকে অভিভাবকরা বিয়ে দেবেন না এমন শর্তে মুসলেকা নেয়া হয়েছে। ওই ছাত্রীকে স্থানীয় ইউপি সদস্য ও সংশ্লিষ্ট মাদরাসার সুপারের জিম্মায় দেওয়া হয়েছে।
আরাফাত নামে ওই যুবকের পরিচয় নিশ্চিত হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।