যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক অহেদুজ্জামান আহাদকে হত্যার প্রচেষ্টা চালানো হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের দড়াটানায় ইজাহার আলী সেন্টারের সামনে তাকে হত্যার চেষ্টা চালানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তুহিন অর্তকিতভাবে এই হত্যার চেষ্টা চালান।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক অহেদুজ্জামান আহাদ জানান, ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পদকসহ নির্বাহী কমিটি স্বেচ্ছাচার হয়ে উঠেছে। সংগঠনের সাধারণ সম্পাদক একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার এসকল অপকর্মে প্রতিবাদ করায় গত ৫ সেপ্টম্বর তিনি অবৈধভাবে গঠনতন্ত্র পরিপন্থিভাবে আমাকে বহিস্কার করেন। এজন্য সংগঠনের রেজুলেশন খাতার কিছু পাতা ফটোকপি করার চেষ্টা করি। এসময় সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তুহিন অতর্কিতভাবে হামলা চালায়। তারা কিল-ঘুষি, লাথি মারতে মারতে এক পর্যায়ে গলা চেপে হত্যার চেষ্টা চালায়। এসময় উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করে।
তিনি বলেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন রেজুলেশন বিহীন খাতায় তারিখ বিহিন সদস্যদের কাছ থেকে স্বাক্ষর করায়। আমিও সরল মনে তাতে স্বাক্ষর করি। পরে আমি বুঝতে পারি ওই খাতায় ব্যাক তারিখ দেখিয়ে আমাকে বহিস্কার ও অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত করে শ্রম আদালতে মামলার করার ষড়যন্ত্র করছে। যে কারণে আমি খাতা ফটোকরি করতে যায়। এসময় মারপিট ও হত্যার চেষ্টা করে।