যশোরে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে রোগীর আত্মহত্যার চেষ্টা

jessore hospital

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে পারভেজ হোসেন (২২) নামে এক মানসিক রোগী আত্মহত্যার চেষ্টা করেছে। তিনি সদর উপজেলার বসুন্দিয়ার পুকুরপাড়ার ওলিয়ার হাজরার ছেলে।

আহতের পিতা ওলিয়ার জানিয়েছেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। ১৫ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ২২ সেপ্টেম্বর বাড়িতে চলে যায়। কিন্তু ২৪ সেপ্টেম্বর থেকে পারভেজ আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন বেলা সাড়ে ১১ টায় পুনরায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ তাকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে প্রেরণ করেন। সঙ্গলবার সকাল নয় টায় পারভেজ হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সার্জারি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড জানিয়েছেন, ছাদ থেকে ঝাঁপ দেয়া রোগী পারভেজের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করা হয়েছে।