৮২ বছর বয়সেও বয়স্ক ভাতা মেলেনি যশোরের লতিফা বেগমের

বয়সের ভারে ন্যুব্জ রুগ্ন শরীর নিয়ে কোনো মতে টিকে আছে বৃদ্ধা লতিফা বেগম (৮২)। বয়স বাড়ার সাথে সাথে শ্রবন শক্তিও কমে গেছে তার। উচ্চস্বরে কথা না বললে ঠিক সুনতে পারে না তিনি। ৮২ বছর বয়সী স্বামীহারা এই বৃদ্ধা যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা গ্রামের মৃত-রেহানউদ্দীন হাওলাদারের স্ত্রী। এই বয়সেও কোনো প্রকার সরকারি ভাতা জোটেনি লতিফা বেগমের কপালে।

স্বামী রেহানউদ্দীন হাওলাদার মারা গেছেন প্রায় ৫ বছর আগে। বিধবা লতিফা বেগম থাকেন দিনমজুর এক ছেলের ঘরে।

জানা গেছে, সরকারি ভাতার আশায় স্থানীয় মেম্বার রফিকুল ইসলাম খানের কাছে আইডি কার্ডও জমা দিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি। যে কোনো একটি ভাতার আশায় কয়েকবার মেম্বার-চেয়ারম্যানের দারস্ত হয়েও কোনো কাজ হয়নি এঅবধি। ৮২ বছর বয়সী বৃদ্ধা লতিফা বেগম অস্পষ্ট কন্ঠে জানান, ‘আমার তেমন কোনো সহায় সম্বল নেই। দিনমজুর ছেলে সংসারের বোঝা টানতে হিমসিম খেয়ে যায়। সেখানে আমার ওষুধপত্র কিনতে টানাপোড়নের মধ্যে চলে সব সময়। জীবনের এই শেষ সময়ে আমার জন্য সরকার থেকে যদি বিধবা অথবা বয়স্ক যে কোনো একটি ভাতা চালু করে দিতো, তাহলে আমার কষ্টের কিছুটা লাগব হতো।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম খান বলেন, ‘আমার কাছে বৃদ্ধার আইডি কার্ডটি আছে, চেষ্টা করবো তাকে সরকারি ভাতার ব্যবস্থা করে দেওয়ার জন্যে।