কেশবপুরে ১৯৯ জন শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য ইসমাত আরা সাদেক-এর বিশেষ তহবিল থেকে বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১শত ৯৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে বাই সাইকেল বিতরণ করেন ইসমাত আরা সাদেক এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।