খাজুরা বাজারকে দ্রুত পৌরসভায় রুপান্তরিত করা হবে : রনজিত রায় এমপি

যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায় বলেছেন, যশোরের অন্যতম বৃহৎ এ বাজারকে খুব দ্রুত সমেয়ই পৌর সভায় রুপান্তরিত করা হবে। যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সারাদেশের মধ্যে অত্র বাজারকে একটি মডেল হিসাবে গড়ে তোলা হবে। বাজারের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নে ঐতিহ্যবাহী চিত্রা নদীর উপরে আধুনিক ব্রীজ নির্মাণ করা হবে।

বুধবার বিকাল ৪টায় যশোরের খাজুরা বাজার আড়ৎ পট্টিতে বাজার ব্যবসায়ীদের আয়োজনে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। যশোর-৪ আসন থেকে টানা তিন বার সাংসদ নির্বাচিত হওয়ায় এলাকার সন্তান হিসাবে প্রথম বারের মত তাকে বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

হটাৎ রৈবী আবহাওয়ায় এদিন ভোর রাত থেকে টানা বৃষ্টি শুরু হলে ব্যবসায়ীদের মাঝে কিছুটা হতাশা বিরাজ করে। তবে দুপুর গড়াতেই আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করে। যে কারণে বিকাল ৩টা থেকে খাজুরার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা কর্মী, বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় ঐতিহ্যবাহী চিত্রা নদীর পাড়স্থ আড়ৎ পট্টি চত্বর।

বাজারের আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তালেব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন, সংবর্ধিত অতিথির সহধর্মিনী নিয়তী রানী রায়।

উপজেলা যুবলীগ নেতা রুবেল রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আড়ৎ ব্যবসায়ী সমিতির সম্পাদক নুর ইসলাম কবির। মানপত্র পাঠ করেন আলাউদ্দিন হোসেন।

অন্যান্যের মধ্যে রাখেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর শিকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, বন্দবিলা ইউপির সাবেক চেয়ারম্যান শওকত হোসেন মন্ডল, ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক জিয়াউর রহমান জয়, ব্যবসায়ী শিহাব উদ্দীন, জহুরপুর ইউপি চেয়ারম্যান দীন মোহাম্মদ দীলু পাটোয়ারী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী গোলাম ফারুক, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান অভিরাম দেবনাথ, জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারী, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক বিল্লাল হোসেন, দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক গোলাম ছরোয়ার, উপজেলা যুবলীগ নেতা, তরুণ লীগ নেতা প্রভাষক কাউছার পারভেজ, অধ্যক্ষ আক্তারুজ্জামান, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লিন্টু রায়। এ সময় উপস্থিত ছিলেন সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের উপাধাক্ষ্য আমিনুর রহমান, মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, খাজুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এখলাছ উদ্দীন, ব্যবসায়ী রিপন হোসেন, বন্দবিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল কবীর রিজভী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক জিএম হোসেন, মহিলালীগ নেত্রী জাকিয়া সুলতানা বকুল, অঞ্জু খাতুন ও লিপিকা তরফদার প্রমুখ।